Logo

ভূয়া সার্টিফিকেট, নকল ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের সর্বোচ্চ শাস্তি, স্বাস্থ্য খাতে অরাজকতা দুর্নীতি বন্ধ ও প্রতি জেলায় হাসপাতাল স্থাপনের  দাবীতে ময়মনসিংহে মানববন্ধন 

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০
  • শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি : মহামারী করোনাসহ প্রাণঘাতী রোগের ভূয়া সার্টিফিকেট, নকল ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের দায়ে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ডের আইন প্রণয়নে স্বাস্থ্য খাতে অরাজকতা দুর্নীতি বন্ধ করে প্রতি জেলায় নুন্যতম ৫০০ বেডের উন্নত মানের স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল স্থাপন এবং সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা চালুর দাবীতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সামাজিক আন্দোলন সংগঠন জন উদ্যোগ এ মানববন্ধন আয়োজন করে।
এ সময় জন উদ্যোগ আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলান চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পরিবেশ রক্ষা উন্নয়ন আন্দোলন(পরউআ) সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আব্দুল মোতালেব লাল, আবুল কাসেম, অধ্যাপিকা দিলরুবা শারমীন, কবি আলী ইউসুফ, সজল কোরায়েশীসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক স্বাংস্কৃতিক নেতৃবৃন্দরা।
বক্তারা এ হীন অপরাধের দায়ে অভিযুক্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।