Logo

মহাসড়কে চাঁদাবাজ চক্র; গ্রেফতার-৩

অনিন্দ্য বাংলা
সোমবার, মার্চ ২৫, ২০২৪
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহে পরিবহণ খাতে চাঁদাবাজি যেন থামছেই না। চাঁদাবাজি প্রতিরোধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছেই। জাঁদরেল এসআই শেখ গোলাম মোস্তফা রুবেলের  অভিযানে  ২৪ মার্চ (রবিবার) ময়মনসিংহ পাটগুদাম ট্রাফিক মোড় এলাকায়  ট্রান্সপোর্ট থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজ সুদীপ পাল (৪০), চুরখাই থেকে  আসামী মোঃ মানিক মিয়া (৩৮), ত্রিশাল  বালিপাড়া  থেকে আসামী মোঃ উজ্জল মিয়া (৩৫) কে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা পলাতক আসামীদের সহযোগীতায় ময়মনসিংহ পাটগুদাম ট্রাফিক মোড়ে  দীর্ঘদিন যাবৎ পরিবহণ সেক্টরের বিভিন্ন যানবাহনকে অবৈধ সুবিধা দিয়ে আসছিল।

সুচনা ট্রান্সপোর্ট এর ব্যানারে প্রতিটি গাড়ী মালিকদের কাছ থেকে  মাসিক  পনেরশত টাকা চুক্তিতে বিভিন্ন পিক-আপ, ট্রাক গাড়ী থেকে চাঁদা উত্তোলন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং-৫৭, তারিখ-২৫/৩/২০২৪ খ্রিঃ। ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৮৩/৯৯ তৎসহ পেনাল কোড ৩৮৫ ধারায় আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।