Logo

ময়মনসিংহের ডিসি করোনায় আক্রান্ত

অনিন্দ্য বাংলা
বুধবার, আগস্ট ৫, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমান। ৪ আগস্ট, মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তার শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, সম্প্রতি ডিসির গানম্যান সাইফুল ইসলাম ও গাড়িচালক বেলায়েত হোসেনের শরীরে করোনা শনাক্ত হয়। সে কারণে তিনিও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সেই ফলাফলে করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এখনো ভালো।

জেলা সিভিল সার্জন জানিয়েছেন, মঙ্গলবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদরের ১৮ জন। মুক্তাগাছা পাঁচ, ত্রিশালে চার, ভালুকা তিন, ঈশ্বরগঞ্জ দুই এবং তারাকান্দা ও গফরগাঁওয়ে একজন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।