Logo

ময়মনসিংহে সেল্ফ লকডাউন!

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ময়মনসিংহ জেলাকে সেল্ফ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত ৩জন রোগীশনাক্ত হওয়ায় ঝুঁকি এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এমন ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষকে ঘরে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ভ্রা‏ম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকেঘরে রাখা হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাদের কোন ছাড় দেবে না আইন-শৃঙ্খলা বাহিনী।

০৭ এপ্রিল, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণরোধ ও মোকাবিলায় আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটিরএক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও সভায় জেলায় করোনার সার্বিক পরিস্থিতি ও মোকাবিলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ডিসি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহা. আহমার উজজ্জামান, লে. কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান, সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।