Logo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবা সংকটের পথে

অনিন্দ্য বাংলা
রবিবার, মে ১৭, ২০২০
  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী সেই সাথে বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক নার্সদের সংখ্যাও। চিকিৎসা সেবা সংকটে পড়তে পারে ময়মনসিংহ মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনের পরিচালনায় নতুন করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি ।

হাসপাতাল তথ্যসুত্রে জানা যায়, ৩শো  চিকিৎসক, সাড়ে ৬শো নার্স এবং সরকারি বেসরকারি মিলিয়ে ৮০০ স্বাস্থ্য কর্মী রয়েছেন এই প্রতিষ্ঠানে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবের পরীক্ষায় গতকাল পর্যন্ত আক্রান্তের ২৭৭ জন তার মধ্যে ৭০ শতাংশ চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যকর্মী । যারা সুস্থ আছেন এবং দায়িত্বে আছেন তারা সবাই কাজ করে যাচ্ছেন। আগের তুলনায় এখন রোগীর সংখ্যা কম হওয়াতে চিকিৎসা সেবার কোনো ঘাটতি হচ্ছে না। ময়মনসিংহে চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সেবা নিতে রোগীরা তথ্য গোপন করায়, বিপদের মুখে পড়ছেন চিকিৎসকরা।