Logo

রিজেন্টের এমডি মাসুদ ২১ দিনের রিমান্ডে

অনিন্দ্য বাংলা
রবিবার, জুলাই ২৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের এমডি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ৩ মামলায় ২১ ‍দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে মাসুদের এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন পুলিশ।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদ করিম ও মাসুদ পারভেজের ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ চার মামলার মধ্যে তিন মামলায় মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকরিচ্যুত হয় মাসুদ পারভেজ। পরবর্তীতে শাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রুপে ঢোকেন। গত ১৪ জুলাই কাপাসিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। করোনা সাটির্ফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি মাসুদ।

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাব।