Logo

শারদীয় দুর্গোৎসব পালনে পূজা উদযাপন পরিষদের সাথে ময়মনসিংহ পুলিশ সুপারের মতবিনিময় সভা

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০
  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার :  শারদীয় দুর্গোসব উপলক্ষে ময়মনসিংহ জেলা মহানগর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ লাইনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর বৃহস্পতিবার। সভায় করোনা কালে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব পালনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আহমার উজ্জামান পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গোৎসব হলো বাঙ্গালী উৎসবের একটি অন্যতম উৎসব। তবে করোনা সংকটের কারণে এবছর পূজা উৎসব একটু সীমিতভাবে পালিত হবে।  পশ্চিমবঙ্গে যেখানে ৪ হাজারের মত পূজা মন্ডপ হয়, সেখানে এবার দুশো-আড়াইশর পূজা হচ্ছে। বাংলাদেশে ৩৬ হাজার পূজার মধ্যে এবছর ৩০ হাজারের অধিক পূজা হবে। এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃশ্য। ধর্ম যার যার, উৎসব সবার। তবে এবারের পূজায় করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উৎসবের দিনে প্রয়োজন মত ঢাক বাজবে। তবে মাইক বা উচ্চস্বরে সাউন্ড সিস্টেম জাতীয় কিছু বাজানো যাবে না।
পুলিশ সুপার আরো বলেন,পূজার সময় মাদক বিক্রি নিয়ন্ত্রণ করা হবে। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করা হবে।উৎসবের উচিলায় গ্যাদারিং হবে না। সন্ধ্যার আগেই  প্রতিমা বিসর্জন দেয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান। প্রতিমা বিসর্জনের সময় ওয়ান ওয়ে করে সবাই যেন শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দিতে পারে, সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বিশ্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, নিয়ম বিধি মেনে শারদীয় উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়। এবার অার অন্যবারের মত পূজা মন্ডবে পুলিশ ও অানসার বাহিনী থাকবে না। তাতে নিরাপত্তার কোন ত্রুটি থাকবে না। টহলকারী পুলিশ ছাড়াও সাদা পোষাকে পুলিশ সার্বক্ষনিক নজরে থাকবে। কোন সমস্যা দেখা দিলে অামাদের নিকটসস্থ থানার ওসি বা ওসি তদন্তর সাথে যোগাযোগ রাখবেন।
পূজা কমিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, এড, বিকাশ রায়, এড,রাখাল সরকার, এড,তপন দে, সাংবাদিক অমিত রায়, সাংবাদিক রবীন্দ্রনাথ পাল, উত্তম চক্রবত্তী রকেট,পবিত্র রঞ্জন রায়, শংকর সাহা, সুচিত্রা সেনগুপ্ত, সুজিত বর্মন সহ বিভিন্ন উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, মোঃ শাহজাহান, মোঃ ফজলে রাব্বি, মোঃ হাফিজ ,টিআই মাহবুবুর রহমান, ওসি ডিবি শাহ কামাল আকন্দসহ  বিভিন্ন সার্কেল এএসপি, থানার ওসিরা উপস্থিত ছিলেন।