Logo

তাওহিদ তুহিনের কবিতা:শেখ মুজিবুর রহমান

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ১, ২০২৪
  • শেয়ার করুন

মধুমতী নদীর তীরে

টুঙ্গিপাড়া গ্রাম,

সেই গ্রামেতে জন্মেছিলেন

শেখ মুজিবুর রহমান।

শোনো সবাই সোনার দেশের

সোনার ছেলের কথা,

সেই ছেলেটি এনেছিলেন

বাংলার স্বাধীনতা।

প্রথম যিনি করে ছিলেন

স্বাধীনতার আহ্বান,

তিনি বাঙালি জাতির পিতা

শেখ মুজিবুর রহমান।

তারই ডাকে গড়ে উঠে

মুক্তিযুদ্ধের ঘাটি,

তিনি ছিলেন সোনার দেশে

সোনার চেয়েও খাটি।

তারই মুখে প্রথম শোনা

স্বাধীনতার গান,

তিনি বাঙালি জাতির পিতা

শেখ মুজিবুর রহমান।