Logo

১০ কোটি ডলারের এআই সুপারকম্পিউটার!

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ৩, ২০২৪
  • শেয়ার করুন

তথ্য প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফট। ‘স্টারগেট’ নামের সুপারকম্পিউটারটি তৈরিতে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার খরচ হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন।

সুপার কম্পিউটার তৈরির পুরো অর্থ দেবে মাইক্রোসফট। আগামী ছয় বছরের মধ্যে এআই চিপযুক্ত সুপারকম্পিউটারটি তৈরি সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। গতানুগতিক সুপারকম্পিউটারের তুলনায় স্টারগেট তৈরিতে প্রায় ১০০ গুণ বেশি খরচ হবে। এআই চিপের জন্যই সুপারকম্পিউটারটির খরচ বেশি হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, যৌথভাবে বেশ কয়েকটি সুপারকম্পিউটার তৈরি করছে ওপেনএআই ও মাইক্রোসফট। এর মধ্যে সব থেকে বড় প্রকল্প হলো স্টারগেট। মোট পাঁচটি ধাপে প্রকল্পটি সম্পন্ন করা হবে। তবে এআই সুপারকম্পিউটার তৈরির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওপেনএআই ও মাইক্রোসফট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস