Logo

১৪ কিলোমিটার বৈশাখী আলপনা!

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ১৩, ২০২৪
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : রাত পোহাতেই নববর্ষ। বাঙালির আবেগ যেখানে কথা বল, তাইতো সেখানে ভালোবাসা আর হৃদয়ের নিংড়ানো রঙ। রঙের স্পর্শে কিশোরগঞ্জের হাওড় এলাকা হয়েছে রঙিন। আলপনার রঙ লেগেছে কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কের ১৪ কিলোমিটার জুড়ে। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ৬৫০ জন শিল্পীর দিনরাত পরিশ্রমের ফসল অপূর্ব সংযোজন এ আলপনা।

১৪ কিলোমিটার জুড়ে আলপনা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে এমনটাই আশা করছেন তারা। তাদের মুখে ফুল-চন্দন পড়ুক।

গিনেস রেকর্ড বুকে নাম তুলতে বিশ্বব্যাপী মানুষ কত কিছুই না করে। অথচ কিছু মানুষ এই উদ্যাগের সমালোচনায় মেতেছে। তারা শিল্পী এবং এ উদ্যোক্তাদেরকে মূর্খ বলছে। এতে নাকি অনেক টাকার অপচয় হচ্ছে। এই টাকা দিয়ে নাকি হেন…তেন কত কিছু করে ফেলা যেতো।

সচেতন সমাজ বলেন এদেশে কত ইস্যুতে কত কত টাকার অপচয় হয় সেগুলো নিয়ে এরা কথা বলে না। (এরা পতিতালয়ে গিয়ে ফিরে এসে পতিতার নিন্দায় ব্যস্ত) এই আলপনা নিয়ে সমালোচনার পিছনে কেবল অপচয় নয় অন্য ইস্যু রয়েছে যা সহজেই অনুমেয়।

পহেলা বৈশাখ বাঙালির হৃদয়ে রয়েছে বাঙালির শেকড়,  সংস্কৃতি ও ঐতিহ্যের টান। পহেলা বৈশাখের আনন্দ ও উদ্দীপনায় ভেসে যাক সকল অশুভা, দীনতা ও অমানবিকতা।