বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি ও গবেষণা

সর্বনিম্ন ইন্টারনেটের গতি হবে ১০ এমবিপিএস!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩০

নতুন এক ঘোষণায় ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে ৫০০ টাকার মাসিক প্যাকেজে ইন্টারনেটের গতি হবে ন্যূনতম ১০ এমবিপিএস (Mbps)। এর আগে, এই একই মূল্যে গ্রাহকরা ৫ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা পেতেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইএসপিএবি-এর প্রতিনিধি বলেন, নতুন উদ্যোগের ফলে গ্রাহকরা আরও দ্রুত ইন্টারনেট সুবিধা পাবেন, যা তাদের অনলাইন কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি আরও জানান, এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে ২০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করার পরিকল্পনা চলছে এবং এ বিষয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

তবে, এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে, দেশের ইন্টারনেট সেবার মান আরও উন্নত হবে এবং গ্রাহকরা আরও ভালো অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।