জীবনযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার

১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩০-৬-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৪

দেশে বেসরকারি এমপিওভুক্ত চার লাখ শিক্ষক ও কর্মচারীর জন্য বদলি প্রক্রিয়া এবার থেকে হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বদলির জন্য নির্ধারিত সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে এবং আগামী জুলাই মাসেই তা চালু হবে।

এ লক্ষ্যে গত ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম স্বাক্ষরিত "বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৫" প্রকাশ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, স্বয়ংক্রিয় সফটওয়্যারে শিক্ষকরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে। একজন শিক্ষক চাকরির দুই বছর পূর্ণ হওয়ার পর বদলির জন্য আবেদন করতে পারবেন এবং নতুন কর্মস্থলে দুই বছর পূর্ণ না হলে পুনরায় বদলি করা যাবে না।

একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন। প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। বদলির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং দম্পতির কর্মস্থল একই এলাকায় রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

শূন্য পদ থাকা সাপেক্ষে শিক্ষকরা নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন, তবে জেলায় পদ না থাকলে বিভাগীয় পর্যায়ে যেকোনো শূন্য পদে বদলির জন্য আবেদন করা যাবে। এনটিআরসিএ প্রতিবছর ১৫ সেপ্টেম্বরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ করবে। এরপর ১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি এবং ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে।

ডিজিটাল পদ্ধতিতে বদলি প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, “সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট এবং বেসরকারি শিক্ষকদের জন্য স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যার জুলাইয়ে চালু হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বদলিতে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।”

তিনি আরও বলেন, “সফটওয়্যারে তথ্য সঠিকভাবে দিতে পারাই এই প্রক্রিয়ার মূল ভিত্তি। তাই শিক্ষক-কর্মচারীদের সময়োপযোগী তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।”

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি বাস্তবায়নের কথা উল্লেখ ছিল। এবার সেই পরিকল্পনারই বাস্তব রূপ পাচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক বদলিতে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়ম হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এই সংযোজন শিক্ষক সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।