বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ হাজার নতুন সদস্য নিয়োগের লক্ষ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া আজ ১ জুলাই সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পুলিশের নির্ধারিত ওয়েবসাইট https://pcc.police.gov.bd এ আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ কমপক্ষে ২.৫০। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের সাধারণ ও মেধা কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩১ থেকে ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ থেকে ৩১ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। সব প্রার্থীদের দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য প্রযোজ্য সরকারি বিধান অনুসরণ করা হবে।
আবেদন ফরম পূরণের পর প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। উক্ত আইডি ব্যবহার করে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।
নিয়োগ পরীক্ষার কার্যক্রম জেলাভিত্তিক ভাগ করে নেওয়া হবে। নির্ধারিত জেলা অনুযায়ী শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET) অনুষ্ঠিত হবে ১০ থেকে ২২ আগস্টের মধ্যে। এরপর লিখিত পরীক্ষা ২৩, ২৫, ৩০ ও ৩১ আগস্ট এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট, ৩ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখ ও সময়সূচি জেলা অনুযায়ী পরিবর্তিত হবে।
এবারের নিয়োগ কার্যক্রমটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ পুলিশ নিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। মাঠপর্যায়ে জনবল বাড়ানোর পাশাপাশি বেকার তরুণদের জন্য এটি একটি বড় কর্মসংস্থানের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পুলিশ সদর দপ্তর আশা করছে, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এই প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক তরুণদের মধ্য থেকে সদস্য নির্বাচন করা সম্ভব হবে।