ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে টিকিট কাউন্টারে হামলা চালিয়েছে একদল অজ্ঞাতনামা যুবক। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইউনাইটেড পরিবহনের কাউন্টারে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকেই ময়মনসিংহ থেকে ঢাকাসহ বৃহত্তর অঞ্চলের বাস চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ৩০ থেকে ৪০ জন যুবক মোটরসাইকেল বহর নিয়ে টার্মিনালে প্রবেশ করে। হঠাৎ করেই তারা ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টারে হামলা ও ভাঙচুর শুরু করে। মুহূর্তেই টার্মিনালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউন্টারের কর্মচারীরা দ্রুত নিরাপদে সরে যান, যাত্রীরাও ছুটোছুটি করতে থাকেন।
ঘটনার পরপরই ইউনাইটেড পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার বন্ধ করে দেয় এবং নিরাপত্তার কারণে ঢাকা অভিমুখী সব বাস চলাচল স্থগিত করে। বিকেল নাগাদ এই স্থবিরতা ছড়িয়ে পড়ে পুরো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বন্ধ হয়ে যায় অন্যান্য রুটের বাস চলাচলও।
হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, "কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় আছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।"
ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।