Logo

অনিন্দ্য জসিমের কবিতা – ক্রান্তিকাল

অনিন্দ্য বাংলা
রবিবার, এপ্রিল ১৯, ২০২০
  • শেয়ার করুন

ক্রান্তিকাল

চাঁদের অসুখ হলে
জোসনা দেখেই টের পাওয়া যায়
মুখ দেখে কেউ কেউ বলে দিতে পারে বাড়ির খবর
অপেক্ষায়, নিজের ছায়ায় যারা রঙধনু আঁকে
ভালোবাসা তাদের নৌকায় চড়েনি কখনো
ঘাটে বাঁধা গুলইয়ে বসে
শুধু সাঁকোই এঁকেছে
মৃদু তরঙ্গ দোলায়, বিকেলের হাঁটুজলে
কোনদিন নামেনি তাদের যুগল চরণ

তাই বলি পুরনো ক্ষতের চিহ্নে
মাঝে মাঝে হাত বোলাতেই হয়,
সবুজ পাতায় লেখা নাম শুকিয়ে গেলেও
মন থেকে কখনো কী ঝরে!
কোনো কোনো জামা ছিঁড়ে গেলেও
হেঙারে ঝুলিয়ে রাখতে হয়
অন্তত কয়েক বছর, তবুও ক্লান্ত নয় মন
ভালোবাসা অশেষ– ফুরায় না
জানালা খোলেই কেউ কেউ পাখি হয়ে যায়।

ভাঁজে ছিঁড়ে যাওয়া চিঠি
বিষণ্ন সময়ে
চুপি চুপি পড়ার অভ্যাস যাদের
তাদের বয়স কখনো অনার্স পাশ করে নি