Logo

আলম মাহবুবের কবিতা: ফ্যাক্টঃ করোনা ৩

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ২৫, ২০২০
  • শেয়ার করুন

ফ্যাক্টঃ করোনা ৩
আলম মাহবুব

বিষণ্নতায় মগ্নতা নেই
তবুও পত্রপল্লবে ভেজা করুণ আলো
দিনেও রাতের কালো দক্ষিণের ব্যালকনিতে।

দৃষ্টি ফিরে বিভ্রমে
স্তম্ভিত নদী
উদাস তাকায় সুশোভন চোখ
নির্জীব বসে থাকা ব্যস্ত শ্রমিকের হাতও।

কেউই জানে না পরিত্রাণ কি
সন্ধ্যার হাওয়া সকালেই
মেঘেরা দল বেঁধে যায় আকাশের কিনারায়।
কয়েকটি উড়ন্ত যাযাবর পাখি
স্তব্ধতার শোকে ভুলে গেছে আনন্দ গান
ঘরে ঘরে দূরের প্রবাহ উড়াল কান্না
মৃত্যুও ফেণা তুলে না দয়িতের বুকে।

এ কোন রঙ ছড়ালো অভিমানী প্রকৃতি

এতোযে সুরম্যতার ছবি
এতোযে দানবিকতার দন্ত বিকট
ধুলোয়কি আজ মিশে যাবে বৃষ্টি আসার আগেই।

মানব তুমি মানবিকতার ছবি আঁকো
ঝরা পাতার সমীকরণে।

ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহ
২৩/০৪/২০.