Logo

একটি বিরল প্রজাতির কচ্ছপ

অনিন্দ্য বাংলা
বুধবার, জুলাই ২২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ভারতের উড়িষ্যায় সমুদ্র সৈকত থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির গা ও খোলস হলুদ রঙের। রোববার কচ্ছপটি সৈকতে ভেসে ওঠে। পরে রাজ্যের বালাসোর জেলার জনপুর গ্রামের বাসিন্দারা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা বলছেন, উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ, এর মতো আগে আর কখনো দেখা যায়নি। ভারতীয় বন বিভাগ কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে কচ্ছপটির সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেছিল।’ অন্য একটি পোস্টে সুশান্ত বলেন, ‘গোলাপি চোখগুলো দেখুন, অ্যালবিনিজমের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।’