Logo

পংকজ পালের কবিতা-একটু থাকো

রিংকন মন্ডল রিংকু
মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪
  • শেয়ার করুন

একটু থাকো

একটু থাকো..

একটু থেকে যাও না?

যতটুকু থাকলে

হৃদয় বুদবুদ করতে থাকে

ঠিক ততটুকু!

তোমার গোলাপী ঠোঁট দুটো কাঁপুক…

একটু কাঁপুক,

যতটুকু কাঁপলে

আঙ্গুল কলম হয়ে যায়…

ঠিক ততটুকু!

তোমার দু’চোখ

হাসতে চাইলে হাসুক…

একটু হাসুক,

যতটুকু হাসলে

পাখিরা মনের অলিন্দে

বাসা বাঁধে ঠিক ততটুকু।

খুশীতে চোখে

জল এলে আসুক…

একটু আসুক,

যতটুকু জলে কুয়াশা সরিয়ে

ভালোবাসা দেখা যায়

ঠিক ততটুকু।

তারপর!

তারপর-আমার বুকের ভিতর আসবে।

সেখানে একটি ছোট্ট বাগান আছে খু-ব ছোট,

যেখানে নানান রকমের ফুলের বাহার

গোলাপ,বেলী, গন্ধরাজ…

আছে রজনীগন্ধার সুবাস,

বকুলফুলের মালা পরে

সারাদিন- সেই বাগানেই ছুটাছুটি করবে,

আর শিউলি ফুলের চাদরে ঘুমাবে

তারপর না হয় আমরা

আকাশে উড়বো!

নীল ছোঁবো তারার দেশে যাবো!

একটু থাকো…

একটু থাকো না!