Logo

পংকজ মনহরের কবিতা : সবকিছু দখলে যাবে একদিন

অনিন্দ্য বাংলা
শুক্রবার, মে ১, ২০২০
  • শেয়ার করুন

পংকজ মনহরের কবিতা : সবকিছু দখলে যাবে একদিন

অনিন্দ্য’র ক্যামেরায়
কোর্ট প্রাঙ্গনে ডাহুক পাখী
হেঁটে বেড়ায় সারাদিন;

তেমনি সমুদ্র সৈকতে
বিস্তর নিরবতা ভাঙ্গে
স্ফুর্ত শিস দেয়া ডলফিন।

মাওয়ালীদের দাবরানো
সুন্দরবনে;নেচে বেড়ায়
দলবেধে হরিনের ঝাঁক;

এমনি করে একদিন
তেড়ে আসবে শুকনো নদীরাও
যেখান তাঁরা নিয়েছিল বাঁক।