Logo

সাপের ‘সৌন্দর্যে’ ভাইরাল ইন্টারনেট

অনিন্দ্য বাংলা
বুধবার, জুলাই ১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : লালচে আবরণে ঢাকা পুরো শরীর। চোখ দুটো মিটিমিটি। দেখতে যেন ‘লাজুকলতা’। ভারতের উত্তর প্রদেশের দুধওয়া জাতীয় উদ্যানে পাওয়া বিরল কুকরি সাপটির ছবি অনলাইনে আসতেই নেটিজেনরা এমন সব প্রশংসায় রীতিমতো মুগ্ধ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টু ডে জানিয়েছে, ২৮ জুন ওয়াইল্ডলেন্স নামের একটি গ্রুপ সাপটি উদ্ধার করে। এরপর তারা টুইটারে ছবি পোস্ট করে।
এক সরকারি কর্মকর্তার বাসার পাশ থেকে ভারি বৃষ্টিপাতের পর উদ্ধার করা সাপটি দেখে সুলঙ্গনা মাইতি নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওয়াও…সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি!’ আরও অনেকে এভাবে মুগ্ধতা প্রকাশ করেছেন।
ওয়াইল্ডলেন্স ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘দুধওয়া জাতীয় উদ্যান নানা বিস্ময়ে ভর্তি। লাল কোরাল কুকরি একটি বিরল প্রজাতি। আজ সন্ধ্যার পর একে উদ্ধার করা হয়।’
এই সাপকে লাল বলা হলেও বর্ণে কমলা রংয়েরও আধিক্য আছে। তবে লালের প্রাধান্যের কারণে নাম হয়েছে লাল কুকরি। নিশাচর এই সরীসৃপটি বিষাক্ত নয়।
এই সাপ কেবল পোকামাকড় খায়। নেপালে যে ছুরি পাওয়া যায়, খুখরি নামে, তার ধারের সঙ্গে এই সাপের দাঁতের মিল আছে। এই দাঁত তারা ডিম ভাঙার জন্য ব্যবহার করে।