Logo

টাক হলেই বিপদ তাঁদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি! জানুন কী বলছেন গবেষকরা

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, জুন ৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : চুল ঝরে যাওয়া বা টাক পড়ে যাওয়া আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা। প্রায় সব বয়সের মানুষের মধ্যেই এই সমস্যা দেখা যায়। বিশেষ করে এ নিয়ে বেশি চিন্তায় পড়েছেন অল্প বয়সীরা। কিন্তু মাথায় চুল কম থাকাটা এখন যে কোনও বয়সের মানুষের ক্ষেত্রেই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ, যাঁদের মাথায় চুল কম বা টাক, তাঁদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি! অন্তত এমনটাই দাবি করেছেন একদল গবেষক।
সম্প্রতি একদল মার্কিন গবেষক জানিয়েছেন, যাঁদের মাথায় চুল কম, তাঁদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি! এই নতুন করোনা আশঙ্কার নাম দেওয়া হয়েছে ‘গ্যাব্রিন সাইন’ (Gabrin sign)। জানা গিয়েছে, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে এক মার্কিন চিকিৎসক ডঃ ফ্র্যাঙ্ক গ্যাব্রিনের (Dr Frank Gabrin) মৃত্যুর পরেই এই নতুন করোনা আশঙ্কার নাম দেওয়া হয়েছে ‘গ্যাব্রিন সাইন’। বলা বাহুল্য, গ্যাব্রিনের মাথাতেও চুল কম ছিলা বা টাক ছিল।
আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস ওয়াম্বিয়ার জানান, মাথায় চুল কম থাকলে করোনা সংক্রমণের ঝুঁকি ও তার প্রভাব অনেকটাই বেশি হয়। করোনায় এর আগেই দেখা গিয়েছে, ভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যাই বেশি।