Logo

অনিন্দ্য জসীম এর কবিতাগুচ্ছ

অনিন্দ্য বাংলা
শুক্রবার, মার্চ ২৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্য জসীম  এর কবিতা

করোনা সিরিজ- ১

এতো যুদ্ধাস্ত্র, এতো কাঁটাতার, এতো এতো
সীমান্ত প্রহরী, নিশ্ছিদ্র দেহরক্ষী, বুলেটপ্রুফ
গাড়ি ও অন্তর্বাস- এতোসবের কী প্রয়োজন!
নির্জন ধর্মালয়গুলো কার নাম জপে!

মানবতা আজ মুখোশে ঢেকেছে মুখ

করোনা সিরিজ- ২

গোমুত্র নিরাময় ভেবে গোগ্রাসে পান করে
মোক্ষধাম পেয়ে গেছে কেউ কেউ
গুজবে থানকুনি পাতার সংসার তছনছ
একঘরে হয়ে গেছে সামাজিক বন্ধন

এসো বন্ধু, নিরাপদ দূরত্ব থাকি!

করোনা সিরিজ- ৩

মুনাফা বাজারে সুবর্ণ সময় এসে গেছে
অতিলোভী কখনো করে না মৃত্যুর ভয়
যে যেভাবে পার আখের গুছাও
ধর্মালয়ে যদিও তোমার নিত্য যাতায়াত
পুণ্য লাভের প্রত্যয়ে করো জিগির ফিকির

করোনা সিরিজ- ৪

কিছুদিন একা থাকা ভালো- আত্মবন্ধি
পুরনো প্রেমের জানলা খুলে দরজাটা এঁটে দাও
কিছুদিন নির্জনতাপ্রিয় হোক মানুষের মন
শেষ হলো বুঝি মুখোমুখি বসে
ভাগাভাগি করে সিগ্রেট খাওয়ার দিন

করোনা সিরিজ- ৫

আত্মযুদ্ধে পরাজিত হলে হেরে যাবে
সংসার, জাতি ও সভ্যতার অগ্রগতি
স্থির হও বন্ধু, গভীর আত্মমগ্নতায়
একটু সরে বসো, নিরাপত্তা মেনে চলি

করোনা সিরিজ- ৬
(কবি হান্নান কল্লোল)

পার্ক কেমন আছে- কাচারি ঘাটের চায়ের কাপ!
জলের কাছাকছি যেখানে বলুভর্তি ট্রাকের আড়াল-
যাওয়া হয় কি বিকাল কিংবা সন্ধ্যায়!
হিমু আড্ডায় গোল কফির আসরে কে কে আসে!
‘পোড়ামাটির বিষাদবাড়ি’ এই বিষণ্ণ অবসরে
হাতে পেলে নেড়ে ছেড়ে দেখা যেতো
করোনার রাত্রিগুলো কতোটা নিঃসঙ্গ
আত্মবন্ধি মানুষেরা কতোটা অসহায় নতজানু
স্বপ্নহীন জেগে থাকে পরস্পর নিরাপদ দূরত্বে
সঙ্গহীন এ কেমন বেঁচে থাকা আমাদের!

বীক্ষণ কেমন আছে- ব্রহ্মপুত্র চরে ছবি তোলা
মোবাইল ক্যামেরাগুলো এখন কী জাবর কাটছে!