বিজ্ঞান ও প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট

ডোমেইন এবং হোস্টিং কেনার আগে যা জানা দরকার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৯-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৬

আপনি অনলাইনে ব্যবসা শুরু করবেন। বিজনেস আইডেন্টিটি দরকার। আবার চিন্তা করলেন ব্লক তৈরি করব অনলাইনে একটা ভালো ক্যারিয়ার গরব। এসব ভাবলেন এবং চলে গেলেন ডোমেইন হোস্টিং কিনতে। আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে কোম্পানি বা ডোমেইন প্রভাইডার থেকে ডোমেইন নিচ্ছেন, তাদের কাছ থেকে ডোমেইন এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিবেন যাতে করে আপনার প্রয়াজন মতো যে কোন সময় ডোমেইন অন্য কোন কোম্পানিতে ট্রান্সফারকরতে পারেন।

দুইটা জিনিস মিলে একটা ওয়েবসাইট হয় ডোমেইন এবং হোস্টিং

ডোমেইন: প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি ঠিকানা থাকে। কিন্তু আইপি দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য। তাই মনে রাখার সুবিধার জন্য আইপি ঠিকানার পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়। ডোমেইন শুধুমাত্র .com দিয়েই হবে সেরকম নয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডোমেইন লোকজন ব্যবহার করে। যেমন: অরগানাইজেশনের জন্য .org,নেটওয়ার্কিং সাইটের জন্য .net (www.webhostbd.com), ইনফরমেশন সাইটের জন্য .info ইত্যাদি।

হোস্টিং: ডোমেইন ক্রয় করার পর আপনাকে অবশ্যই হোস্টিং ক্রয় করতে হবে। আপনি শুধু ডোমেইন দিয়ে কোন ওয়েবসাইট ইন্টারনেটে লাইভ করতে পারবেন না। আপনি একটি ডোমেইন কিনলেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন। এবার আপনার ওয়েবসাইটে থাকা ডাটাগুলো এমন একটা পিসিতে (সার্ভার) রাখতে হবে যেটা ২৪ ঘণ্টা এবং বছরে ৩৬৫ দিন সচল থাকবে। আর এই সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানিগুলো। তারা মাসিক বা বাৎসরিক টাকার বিনিময়ে এ সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন মূল্যে হোস্টিং প্রভাইড করে।

আপনার কাছে যদি ডোমেইনের কন্ট্রোল প্যানেল না থাকে তাহলে আপনি সাইটটাকে আপনার নিজের বলতে পারবেন না। যখনই ডোমেইন এবং হোস্টিং কিনবেন তখনই তাদের কাছ থেকে কন্ট্রোল পেলেন টা নিয়ে নিবেন।