এবার স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!
- আপলোড তারিখঃ 25-12-24 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100006 জন
এবার স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!
পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার নতুন ধরনের এই ফোন নিয়ে কাজ করছেন । এই ফোনের নাম পাইফোন। শোনা যাচ্ছে আইফোনকে টেক্কা দিতে পাইফোন আনছে টেসলা ও স্পেস এক্সের এই কর্ণধার।
জানলে অবাক হবেন ইলন মাস্কের পাইফোন চার্জ দিতে হবে না। এমনকি এই ফোন চালাতে লাগবে না সিমও। ধারণা করা হচ্ছে এই ফোন বাজারে আসলে স্মার্টফোনের ধারণাটাই পাল্টে দেবে। পাইফোন নিয়ে কয়েক মাস ধরে এমনই জল্পনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। পাইফোনের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
পাইফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো চার্জিং। আইফোন হোক বা স্মার্ট ফোন, চার্জ দিতে হলে বিদ্যুৎ লাগবেই। তবে নতুন এই স্মার্ট ফোনে আর তার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই চার্জ হবে ফোন। কেবল আলো পেলেই হবে। কারণ, ইলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে পাইফোন। স্টারলিঙ্কের নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক রয়েছে। আসলে স্টারলিঙ্ক হলো স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম।
সৌর শক্তি থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে কাজে লাগিয়ে চার্জিং ফেসিলিটি থাকলেও এই ফোন নাকি সূর্যের আলো ছাড়া সাধারণ আলোতে রাখলেও চার্জ হবে। প্রয়োজন হবে না কোনো ইন্টারনেটেরও।
শোনা যাচ্ছে, এই ফোনের মধ্যে থাকবে ব্রেন কানেকটিভিটি চিপ। যার ফলে আপনি যা ভাববেন, আপনার ফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করবে। এই ফোন দিয়ে চালানো যাবে টেসলার গাড়িও।
পাইফোনের দামও নাকি থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু ভাইরাল ভিডিওর আদৌ সত্যতা আছে? নাকি পুরোটাই গুজব। হ্যাঁ, পুরোটাই গুজব। ভাইরাল ভিডিওর এক বিন্দু সত্যতা নেই। ইলন মাস্ক নিজেই পাইফোনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সাফ বলে দিয়েছেন, ‘আমরা এরকম কোনো ফোন তৈরি করছি না।’
তাহলে এমন গুজব ছড়াল কেন? এর পেছনেও রয়েছেন ইলন মাস্ক। না, সরাসরি নয়, তবে পরোক্ষভাবে। গত বছর ‘অল্টারনেটিভ ফোন’ নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন ধনকুবের। তারপর থেকেই টেসলা এমন ফোন আনতে পারে বলে জল্পনা ডালপালা মেলে। সোশ্যাল মিডিয়াতেই ফোনের রূপরেখা তৈরি করে ফেলেন অতিউৎসুক নেটিজেনরা।