হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় আলোর উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে
- আপলোড তারিখঃ 02-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100006 জন
হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় আলোর উজ্জ্বলতা বাড়াবেন যেভাবে
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠকও করতে হয় ভিডিও কলের মাধ্যমে। আর তাই ভিডিও কলের সময় আলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে চেহারা ভালোভাবে দেখা যায় না। ফলে কেউ ভিডিও কল করলে বেশ বিব্রত হতে হয়। হোয়াটসঅ্যাপে ‘লো লাইট ভিডিও কলিং মোড’ সুবিধা ব্যবহার করে সহজেই এ সমস্যার সমাধান করা যায়। হোয়াটসঅ্যাপে লো লাইট ভিডিও কলিং মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।লো লাইট ভিডিও কলিং মোড সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে হবে। ভিডিও কল চলাকালে যে পর্দায় নিজের ছবি দেখা যাবে, তা ফুলস্ক্রিন মোডে আনতে হবে। এরপর পর্দার ওপরের ডান কোণে থাকা ‘স্পার্ক’ আইকন ট্যাপ করতে হবে। এবার ‘বাল্ব’ আইকনে ক্লিক করলেই পর্দার আলোর উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।