বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি ও গবেষণা

ইন্টারনেট বন্ধের অধিকার থাকবে না সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২২

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এমন নীতি ও নিয়ম প্রণয়ন করা হবে, যাতে সরকার বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের ইন্টারনেট বন্ধ করার অধিকার না থাকে। তিনি বলেন, ইন্টারনেট নাগরিকের অধিকার এবং এটি তরুণ প্রজন্মের প্রোডাক্ট।  

রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাইবার সেফটি অর্ডিন্যান্সে ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ আইনেও এমন কোনো বিধান রাখা হবে না, যা সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানকে ইন্টারনেট বন্ধ করার সুযোগ দেবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, স্বৈরাচারী সরকারের ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে ফ্রিল্যান্সার, ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে।  

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত না নেয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক, বেসিসের অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং রবির রেগুলেশনের ডিরেক্টর শাহ মো. ফজলে খোদা।  

অনুষ্ঠানে আইআইজিবি, আইএসপিএবি, মোবাইল অপারেটর প্রতিনিধি, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।