বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ফোন

Lava Agni 2 5G-এর দাম কমলো 6,000 টাকা

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৯-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৩

Lava Agni 2 5G Price: ফোনটিতে একটি 6.78 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে, যা 950 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেশ সাপোর্ট করে এবং 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। লাভার এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরে কাজ করে। এই চিপসেটটি 6 এনএম প্রযুক্তিতে কাজ করে। র‌্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে, এই ফোনে 8 জিবি র‌্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

নতুন বছরের শুরু মানেই বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে অফারের সম্ভার। আর এই অফারে, অনেক মোবাইলের উপর দুর্দান্ত ছাড় দেওয়া হবে। সেই তালিকাতেই রয়েছে জনপ্রিয় একটি ফোন। আপনি যদি কম বাজেটে একটি নতুন 5G স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে লাভা অগ্নি 2 5G (Lava Agni 2 5G)-কে আপনার তালিকায় রাখতে পারেন। কারন এই ফোনটি অনেক কম দামে কিনতে পারবেন। Lava কোম্পানির এই ফোনটি আপনি Amazon থেকে কিনতে পারবেন। কেনার আগে দেখে নিন এতে কী কী ছাড় পাওয়া যাচ্ছে।

লাভার এই স্মার্টফোনটিতে ই-কমার্স সাইট Amazon-এ 23 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনের আসল দাম 25,999 টাকা। কিন্তু অফারের পরে আপনি এই ফোনটি মাত্র 19,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ফোনটিতে মোট 6,000 টাকার ছাড় পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক অফার। আর সেই অফারের পরে ফোনের দাম আরও অনেকটাই কমে যাবে।

ফোনটিতে একটি 6.78 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে, যা 950 nits-এর সর্বোচ্চ ব্রাইটনেশ সাপোর্ট করে এবং 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। লাভার এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসরে কাজ করে। এই চিপসেটটি 6 এনএম প্রযুক্তিতে কাজ করে। র‌্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে, এই ফোনে 8 জিবি র‌্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। এতে একটি 4,700 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায় এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর পাওয়া যায়। এতে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।