বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি ও গবেষণা

নতুন চিপ দিয়ে জটিল অঙ্ক সমাধানের দাবি গুগলের

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৯-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১১৭

নতুন এক ধরনের কম্পিউটার চিপ তৈরি করেছে গুগল। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন প্রজন্মের এই চিপের মাধ্যমে কুয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে তারা।


তাদের দাবি, চিপটি দিয়ে তারা পাঁচ মিনিটেই জটিল একটি হিসাব বা অঙ্ক (কম্পিউটিং প্রবলেম) সমাধান করেছে যা প্রচলিত একটি কম্পিউটারের লক্ষ-কোটি বছর লেগে যাবে।
অন্যান্য টেক জায়ান্ট যেমন মাইক্রোসফট ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা আইবিএম-এর মতো অ্যালফাবেট-এর গুগলও কোয়ান্টাম কম্পিউটিং-এর পিছু ছুটছে। কারণ প্রতিষ্ঠানটি আজকের দিনের দ্রুততম সিস্টেমগুলোর থেকেও আরও অনেক দ্রুত গতির কম্পিউটিং উদ্ভাবনের প্রতিশ্রুতি দিয়েছে।

তারই ধারাবাহিকতায় নতুন একটি চিপ তৈরি করেছে গুগল। যার নাম দেয়া হয়েছে উইলো। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি হয়েছে এই চিপ। অত্যন্ত জটিল অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে সক্ষম উইলো।
 
গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই চলতি সপ্তাহে এক্সে এক পোস্ট জানান, ‘উইলো আমাদের নতুন স্টেট অব দ্য আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ।’ 
‘একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যেকোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত তার থেকে কয়েক লাখ গুণ কম।’
 
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগলের এই সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যৎ। 
 
এই চিপ ব্যবহার করে আরও শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখন বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।