গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে কিউডি ব্র্যান্ডের নতুন ‘ডব্লিউআর৩৬০০’ মডেলের ওয়াই-ফাই ৭ রাউটার উন্মুক্ত করেছে। অত্যাধুনিক ওয়াই-ফাই ৭ প্রযুক্তির মাধ্যমে রাউটারটি আরও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে, যা ওয়াই-ফাই ৬-এর তুলনায় অনেক বেশি কার্যকরী। এই রাউটারটি ৮ হাজার ৭৫০ টাকায় বাজারে পাওয়া যাবে, যা ইতোমধ্যে দেশীয় বাজারে উপলব্ধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মার্ট মেশ প্রযুক্তি সংবলিত এই রাউটারটির মাধ্যমে একযোগভাবে সর্বোচ্চ ২০০টি যন্ত্র ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা সম্ভব। এর ফলে, বড় আকারের বাড়ি বা অফিসের জন্যও এটি উপযুক্ত একটি সমাধান হিসেবে কাজ করবে। স্মার্ট কন্ট্রোল ও ম্যানেজমেন্ট সুবিধার রাউটারটিতে রয়েছে উন্নত সিকিউরিটি ব্যবস্থা। এতে ডব্লিউপিএ৩ এনক্রিপশন এবং উন্নত ফায়ারওয়াল সিস্টেম রয়েছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে।
এছাড়া, রাউটারটির মধ্যে রয়েছে ভিপিএন সার্ভার সমর্থন এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) সংযোগের সুবিধা। ২.৪, ৫, এবং ৬ গিগাহার্টজ ব্যান্ডে রাউটারটি দ্রুতগতির ইন্টারনেট প্রদান করতে সক্ষম। কিউডি অ্যাপের মাধ্যমে রাউটারটি নিয়ন্ত্রণ করা সম্ভব, এছাড়া ক্লাউড কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে এর কার্যক্রম পর্যবেক্ষণ করা যেতে পারে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াই-ফাই ৭ প্রযুক্তির এই রাউটারটি বাংলাদেশের বাজারে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে, বিশেষত যেখানে আরও উচ্চগতির, নিরাপদ এবং স্টেবল কানেকশন প্রয়োজন।