বিজ্ঞান ও প্রযুক্তি গ্যাজেট এবং ইলেকট্রনিক্স

অনলাইনে সনদ সত্যায়ন, জানুন প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ৩০-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৪

অনিন্দ্যবাংলা ডেস্ক: বিদেশে শিক্ষা, চাকরি, স্থায়ী বসবাস বা বিয়েসহ বিভিন্ন প্রয়োজনে সনদ সত্যায়ন করাতে গিয়ে সাধারণ নাগরিকরা আগে যেভাবে হয়রানির শিকার হতেন, এখন থেকে সেই সমস্যা অনেকাংশে কমে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি অনলাইনে সনদ সত্যায়ন ব্যবস্থাপনার প্রথম ধাপের উদ্বোধন করেছে, যার মাধ্যমে নাগরিকেরা অল্প খরচে, সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে সনদ সত্যায়ন করতে পারবেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সেবাপ্রার্থীদের প্রথমে তাদের সনদগুলো স্ক্যান করে সরকারি ওয়েবসাইট, (mygov.bd) এ একটি অ্যাকাউন্ট খুলে সনদগুলো আপলোড করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তৃক সত্যায়ন ও প্রত্যয়ন হওয়ার পর সেবাগ্রহীতা মোবাইল ফোনে একটি এসএমএস বার্তা পাবেন। সেই বার্তা পাওয়ার পর সেবাগ্রহীতা সনদটি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হয়ে প্রায় ৫৬ হাজার সনদ অনলাইনে সত্যায়ন করা হয়েছে এবং অধিকাংশ সনদ সত্যায়ন ও প্রত্যয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া, এই অনলাইন সনদ সত্যায়ন ব্যবস্থার আওতায় সনদগুলোকে নেদারল্যান্ডসের হেগভিত্তিক এপোস্টিল কনভেনশনের (১৯৬১) আওতায় স্বীকৃতি দেওয়া হবে, যা বিশ্বের ১২৭টি দেশ থেকে যাচাই করা যাবে।

বাংলাদেশ সরকারের ৭৮টি দপ্তরের বিভিন্ন ইউনিট, ১৬২টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ড এই নতুন সুবিধা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কর্মকর্তাদের প্রশিক্ষণও চলছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘‘মাইগভডটবিডি প্ল্যাটফর্মটি পুরোপুরি নিরাপদ কিনা তা নিয়ে আমাদের ভাবনা রয়েছে। অনলাইনে আক্রমণ হলে বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে’’। তিনি আরও বলেন, যেসব দেশ এখনও এপোস্টিল কনভেনশন স্বাক্ষর করেনি, সেখানে সনদ সত্যায়ন হতে সমস্যা হতে পারে, এমন সতর্কবার্তা দেন।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘‘এখনকার সনদ সত্যায়ন প্রক্রিয়া নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক হবে এবং সরকার সেবাগ্রহীতাদের দ্রুত মানসম্পন্ন সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ’’।

এছাড়া, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশ বিভাগ ফেব্রুয়ারির মধ্যে সনদ সত্যায়নের এপোস্টিল নেটওয়ার্কে যুক্ত হবে, যাতে অনিয়মের সুযোগ বন্ধ হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, ‘‘বর্তমানে সনদগুলো স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, তবে ভবিষ্যতে সনদ ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গেই এটি স্বয়ংক্রিয়ভাবে সত্যায়িত হবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে’’।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম জানান, ‘‘এই অনলাইন সনদ সত্যায়ন ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৬০০ কোটি টাকা সাশ্রয় হবে।’’

মধ্যবয়সী নাগরিকরা বিশেষত বিদেশে শিক্ষা ও কাজের জন্য সনদ সত্যায়ন করাতে গিয়ে বড় ধরনের অর্থ ও সময় ব্যয় করতেন, সেই সমস্যা এখন অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।