ঢাকা | বঙ্গাব্দ
বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ফোন

প্রায় 9 হাজার টাকা সস্তা হল iPhone 15, সঙ্গে প্রচুর অফার

  • আপলোড তারিখঃ 29-12-24 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100007 জন

প্রায় 9 হাজার টাকা সস্তা হল iPhone 15, সঙ্গে প্রচুর অফার

iPhone 15 Discount: এই সিরিজের ফোন কেনার জন্য সারারাত দোকানের বাইরে মানুষকে লাইন দিতেই দেখা গিয়েছে। আর সেই জনপ্রিয়তার মাঝেই একের পর এক সমস্যার কথাও তুলে ধরছিলেন ব্যবহারকারীরা। তাতেও যে জনপ্রিয়তা কমে গিয়েছে, একেবারেই এমনটা নয়। যা কমেছে তা হল এর দাম। iPhone 15-এ বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

গোটা বছর জুড়েই বহু ফ্ল্যাগশিপ আর প্রিমিয়াম ফোন বাজারে এসেছে। কিন্তু সব কিছুর উর্দ্ধে ছিল iPhone 15। এই সিরিজের ফোন কেনার জন্য সারারাত দোকানের বাইরে মানুষকে লাইন দিতেই দেখা গিয়েছে। আর সেই জনপ্রিয়তার মাঝেই একের পর এক সমস্যার কথাও তুলে ধরছিলেন ব্যবহারকারীরা। তাতেও যে জনপ্রিয়তা কমে গিয়েছে, একেবারেই এমনটা নয়। যা কমেছে তা হল এর দাম। iPhone 15-এ বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটি 79,900 টাকায় লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন আপনি এই ফোনটি 75 হাজার টাকায় কিনতে পারবেন এবং আপনাকে Amazon থেকে অর্ডার করতে হবে।

iPhone 15 বর্তমানে Amazon-এ 74,900 টাকায় পাওয়া যাচ্ছে। তবে সেই সঙ্গে রয়েছে আরও অনেক অফার। আর ব্যাঙ্ক ডিসকাউন্টের পরে ফোনের দাম অনেকটাই কমে যাবে। Amazon Pay ICICI ব্যাঙ্ক কার্ডের সাহায্যে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। সর্বাধিক 3,745 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ছাড় পাওয়ার পরে, আপনি এই ফোনটি 71,245 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 8,655 টাকা কমে পেয়ে যাবেন এই প্রমিয়াম ফোন।