বিজ্ঞান ও প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট

সাইবার হামলার ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৯-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮২

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! অ্যাপলের ডিফল্ট মেসেজিং অ্যাপ ‘আইমেসেজ’-এ একটি গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে, যা সাইবার হামলার শঙ্কা বাড়িয়েছে। ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ত্রুটি কাজে লাগিয়ে ক্ষতিকর লিংকযুক্ত ভুয়া বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা। বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই আইফোনে ম্যালওয়্যার ঢুকে পড়ছে এবং ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে হ্যাকাররা।

আইমেসেজের নিরাপত্তাত্রুটিটি বেশ জটিল। এটি অ্যাপলের ফিশিং প্রতিরোধী প্রযুক্তি এড়িয়ে ক্ষতিকর লিংকযুক্ত বার্তা পাঠানোর সুযোগ করে দেয়। ব্যবহারকারীরা যদি বার্তায় থাকা লিংকে ক্লিক করেন, তাহলে ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে। এর ফলে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নেওয়া এবং ডিভাইসে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য চুরি করা সম্ভব হয়।  

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আইফোন ব্যবহারকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। বার্তায় থাকা লিংকের সত্যতা যাচাই না করে তাতে ক্লিক করবেন না। বার্তা বা লিংক সন্দেহজনক মনে হলে তা এড়িয়ে চলুন।

অ্যাপল সাধারণত মেসেজিং অ্যাপে এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে। তবে এই নিরাপত্তাত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়েছে।  

বিশ্লেষকেরা পরামর্শ দিয়েছেন, অ্যাপলের উচিত দ্রুত এই ত্রুটি দূর করার ব্যবস্থা নেওয়া। এদিকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আপডেট প্রকাশের বিষয়েও জোর দিয়েছেন তারা।