বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ফোন

স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সঠিক চার্জিং নিয়ম মেনে চলুন !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২২-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৮

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের প্রতিদিনের অঙ্গ হয়ে উঠেছে। তবে ফোনের সঠিক যত্ন না নেওয়া, বিশেষ করে চার্জিংয়ের ক্ষেত্রে কিছু সাধারণ ভুলের কারণে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। স্মার্টফোনের ব্যাটারি সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। অনেকেই ফোন সারারাত চার্জে রেখে ঘুমিয়ে পড়েন অথবা দিনে একাধিকবার অতিরিক্ত চার্জ দেন। এ ধরনের অভ্যাস থেকে বিরত থাকলে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হতে পারে।

দিনে কতবার ফোন চার্জ দেওয়া উচিত?
স্মার্টফোনের ব্যাটারির আয়ু দীর্ঘস্থায়ী রাখতে, বিশেষজ্ঞরা পরামর্শ দেন দিনে অন্তত ২ বার ফোন চার্জ করা উচিত। তবে ফোনের ব্যাটারি বারবার সম্পূর্ণ চার্জ বা ডিসচার্জ করার পরামর্শ দেওয়া হয় না। অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে ব্যাটারি দ্রুত কাজ করতে পারবে না, যা ফোনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।

২০-৮০ চার্জিং নিয়ম
ফোনের ব্যাটারি সুস্থ রাখতে ২০-৮০ নীতি অনুসরণ করা উচিত। এর মানে হলো:
ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলে ফোন চার্জ দেওয়া উচিত।
ব্যাটারি ৮০ শতাংশের বেশি না হওয়া পর্যন্ত চার্জে রাখা উচিত নয়।

ওভারচার্জিং থেকে বিরত থাকুন
অনেক স্মার্টফোনে ওভারচার্জিং প্রটেকশন ফিচার থাকে। এই ফিচারটি চালু রাখলে, ফোন ৮০ শতাংশ চার্জ হওয়ার পর আরও চার্জ নেয়ার গতি ধীর হয়ে যায়, যা অতিরিক্ত চার্জ নেবার থেকে রোধ করে। এটি ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করতে পারে।

শেষ কথা
স্মার্টফোনের ব্যাটারি যদি দীর্ঘস্থায়ী করতে চান, তবে সঠিক চার্জিং নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্জিংয়ের সঠিক পদ্ধতি অনুসরণ করে ফোনের ব্যাটারি আরও দক্ষভাবে কাজ করবে এবং ডিভাইসের কার্যক্ষমতাও অটুট থাকবে। তাই আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন এবং আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখুন !