অনিন্দ্যবাংলা ডেস্ক: রাজধানীর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল ৯টার পর মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশের পাশাপাশি বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া করা হয়।
এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ধর্মপ্রাণ লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ভোর থেকে তুরাগ তীরে এসে জড়ো হন। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, আবার কেউ ট্রেনে চড়ে পৌঁছান।
ইজতেমার মূল উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াত ও মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। সকাল ৭টা থেকে হেদায়াতি বয়ান শুরু হয়, যাতে তাবলিগের সাথীরা দ্বীনের পথে চলার কৌশল সম্পর্কে আলোচনা করেন। ভারতীয় মাওলানা আবদুর রহমান তার বয়ানে ঈমান ও আকিদা পালনের গুরুত্ব তুলে ধরেন। পরে, মাওলানা ইব্রাহিম দেওলা ইসলামের মৌলিক বিষয়াবলি ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই বয়ানগুলো বাংলায় ভাষান্তর করে মুসল্লিদের কাছে উপস্থাপন করা হয়।
মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার এবং ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয়। মুসল্লিদের মধ্যে ইসলামের প্রতি একাগ্রতা ও আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয় পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমা এ বছর তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্ব, যা শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিদের অংশ, ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তৃতীয় পর্ব, সাদপন্থিদের ইজতেমা, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।