ঢাকা | বঙ্গাব্দ
সকল খবর ভূমি বিষয়ক খবর

৭ বছরের জেল হতে পারে ভূমি প্রতারণায়!

  • আপলোড তারিখঃ 05-01-25 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100008 জন

৭ বছরের জেল হতে পারে ভূমি প্রতারণায়!

হ্যাঁ, বাংলাদেশে জমি নিয়ে প্রতারণা করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। ২০২৩ সালে সংশোধিত "জমি জরিপ আইন" অনুযায়ী, যদি কেউ জমি সংক্রান্ত প্রতারণায় অভিযুক্ত হয়, তবে সর্বোচ্চ ৭ বছরের জেল এবং অর্থদণ্ড হতে পারে।

এ ধরনের প্রতারণার মধ্যে ভুয়া দলিল তৈরি, জমির মিথ্যা দাবি করা, বা অন্যের জমি জালিয়াতি করে দখল করা অন্তর্ভুক্ত।

এটি প্রতিরোধে পরামর্শ:

  1. জমি কেনা-বেচার আগে ভূমি অফিস থেকে জমির প্রকৃত কাগজ যাচাই করুন।
  2. রেজিস্ট্রেশন সম্পন্ন করে সঠিক খতিয়ান ও দলিল সংগ্রহ করুন।
  3. প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিন।