শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১১:০২:২৭ পিএম
সকল খবর দেশের খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ২৪-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৭

স্বাধীনতা দিবস থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আগামী সোমবার থেকে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং দেশের আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, “আগামীকাল থেকে দেশের যেকোনো জায়গায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীগুলো যদি যথাযথভাবে কার্যক্রম চালাতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে এবং এটি আরও উন্নতি হতে থাকবে। দেশের মানুষকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

এছাড়া, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, আওয়ামী লীগের দোসররা বড় পরিমাণে অর্থের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে তারা সফল হতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, “যদি শিক্ষার্থীরা সঠিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কিছু দাবি করে থাকে, তবে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তবে, পদত্যাগের কোনো প্রশ্ন আসে না, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে এবং তা আরও উন্নত হতে থাকবে।”

পাশাপাশি, তিনি বলেন, “আমাদের মা-বোনদের কোনো ধরনের নিরাপত্তা সংকটে পড়তে হবে না। আমরা তাদের সুরক্ষা বিষয়ে সব সময় সজাগ এবং সচেতন। আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে মনোযোগী।”

এই বক্তব্যে তিনি সরকারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে কার্যকর পদক্ষেপের ঘোষণা দেন এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করেন।