আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শর্তসাপেক্ষে এই ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতকে সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হার্ড কপিতে দাখিল করতে বলা হয়েছে।
আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি (রপ্তানিকারক নিবন্ধন সনদ), আয়কর ও ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে। প্রতিকেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান আগেই আহ্বান ছাড়াই আবেদন করেছে, তাদেরও পুনরায় নতুনভাবে আবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজায় ভারতকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও পরে তা সংশোধন করে ২ হাজার ৪২০ টনে নামিয়ে আনা হয়েছিল। এবার রপ্তানির পরিমাণ কমিয়ে ১ হাজার ২০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ বাজারের চাহিদা ও ইলিশের প্রজনন মৌসুম সামনে রেখে এই সীমিত রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।