অনিন্দ্যবাংলা ডেস্ক: শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক এপিপি মো. শামীম আহমেদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যার সময় শামীম আহমেদ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। এই ঘটনায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে লক্ষ্য করে প্রতিবাদ জানায় এবং তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসে।
অ্যাডভোকেট মো. শামীম আহমেদ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে। তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন এবং হবিগঞ্জ কোর্টে এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ভবিষ্যতে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।