বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও বিরক্তি দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর আবাসিক হল, ক্লাসরুম এবং সমাবর্তন চত্বরে মশার অত্যাচারে শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। এছাড়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের আতঙ্কে শিক্ষার্থীদের উদ্বেগও বেড়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, সমাবর্তন চত্বর, টিএসসি এবং মুক্ত স্থানগুলোতে মশক নিধন অভিযান পরিচালিত হয়। অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা মশার লার্ভা ধ্বংসের জন্য কীটনাশক স্প্রে করেন।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগ ক্যাম্পাসজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি এই কর্মসূচি প্রশাসন ও অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে ভুগছে। প্রশাসন যখন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, তখন মানবিক দায়বদ্ধতা থেকে ছাত্রদল এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই সবাই মিলে ক্যাম্পাসটাকে নিরাপদ ও সুস্থ রাখতে।”
তিনি আরও যোগ করেন, “ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে। তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই মিলে চেষ্টা করলে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর হবে।”
ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য ছাত্রসংগঠনও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।
মশার উপদ্রব রোধে ছাত্রদলের এই অভিযান শিক্ষার্থীদের মাঝে আশার আলো জাগিয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।