অনিন্দ্যবাংলা ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-১৯০১-এর নবগঠিত শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ শাখা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মো. আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য এবং ভবিষ্যতে একসাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বিশেষ করে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ শাখা কমিটির সংগ্রামী সভাপতি এম এ হাই খান। তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিজেদের পরিচয় প্রদান করে সংগঠনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার জন্য তাদের মতামত প্রকাশ করেন।
প্রধান বক্তা মো. আজিজুর রহমান তাঁর বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব কাশেম চৌধুরী এবং সভাপতি আতিয়ার রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁদের অবদান তুলে ধরেন। তিনি বলেন, "তাঁদের নেতৃত্বে সংগঠন আজ এই অবস্থানে পৌঁছেছে, এবং আমাদের দায়িত্ব এখন সংগঠনকে আরও শক্তিশালী এবং কর্মক্ষম করে তুলতে হবে।"
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি উসমান গণি, সহ-সভাপতি রিফাত জাহান সুমি, নাজমুল হুদা, খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাঠান, শফি আহমদ, সহ-সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, শাহরিয়ার হাসান, দপ্তর সম্পাদক তাহের, অর্থ সম্পাদক হোসেন মোবারক, প্রচার সম্পাদক খোকন, কার্যকরী সদস্য কামরুন নাহার শশী, কায়সার আহমেদ, এনামুল হক, সুকুমার সরকার, নয়ন রায় প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি এম এ হাই খান, যিনি সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ দেশের শ্রমিক আন্দোলনের ঐতিহ্য ধরে রেখে একটি শক্তিশালী সংগঠন গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।