সকল খবর দেশের খবর

বাংলাদেশে সাংবাদিকদের প্রতি সহিংসতা বৃদ্ধি: আরএসএফ

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮১

ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর গুরুতর সহিংস হামলার সংখ্যা বাড়তে দেখা গেছে। সংবাদপত্র অফিসে হামলার পাশাপাশি পুলিশ ও রাজনৈতিক কর্মীদের হাতে লাঠি এবং হাতুড়ি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এসব হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) উদ্বেগ প্রকাশ করেছে।

শনিবার এক বিবৃতিতে আরএসএফ জানায়, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে সাংবাদিকরা এখনও অনিরাপদ অবস্থায় রয়েছেন। তারা রিপোর্টিং করার সময় হামলার শিকার হচ্ছেন এবং শারীরিক প্রতিশোধের মুখোমুখি হচ্ছেন। বিক্ষোভকারীরা তাদের অফিসেও হামলা চালাচ্ছে।

এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে, ৩ ফেব্রুয়ারি শরীয়তপুরে চিকিৎসায় গাফিলতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে সমকালের প্রতিবেদক সোহাগ খানের ওপর হামলা চালায় একটি ক্লিনিক মালিকের ভাই ও তার সহযোগীরা। হামলায় সোহাগকে রক্ষা করতে গিয়ে তার তিন সহকর্মীও আহত হন।

আরএসএফ জানায়, ৫ ফেব্রুয়ারি বিএনপির সমর্থকদের সহিংস হামলায় এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার এবং তার সহকর্মীরা আহত হন। পরদিন ৬ ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্ট টিভি, একাত্তর টিভি ও অন্যান্য মিডিয়ার সাংবাদিকরা বিক্ষোভকারীদের হামলায় আহত হন।

৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি ছাত্র আন্দোলনের প্রতিবেদন করার সময় ছয় সাংবাদিক পুলিশের হামলার শিকার হন। আক্রান্ত সাংবাদিকরা জানিয়েছেন, প্রেস কার্ড দেখানোর পরও পুলিশ তাদের লক্ষ্যবস্তু করেছে।

এ পরিস্থিতিতে, আরএসএফ কর্তৃপক্ষের কাছে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।