সকল খবর দেশের খবর

বাঁচানো গেল না সেই মাগুরার শিশুটিকে !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৩

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, শিশুটিকে সর্বাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়। তবে আজ সকালে শিশুটির তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুইবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়নি।  

গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।  

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।  

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। শিশুটির প্রতি নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় ইতিমধ্যে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।  

শিশুটির মৃত্যুতে সামাজিক মাধ্যমেও ব্যাপক শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে। নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন ও এর কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছে।