বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার দুটি থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত, এবং এই থানাগুলোর নাম এখন থেকে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং ‘যমুনা সেতু পশ্চিম থানা’ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
টাঙ্গাইল জেলার অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’, আর সিরাজগঞ্জ জেলার অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।
এটি উল্লেখযোগ্য যে, এই নাম পরিবর্তনের মাধ্যমে যমুনা সেতুর সঙ্গে সম্পর্কিত এলাকার নামকরণকে আরও সঙ্গতিপূর্ণ এবং পরিষ্কার করা হয়েছে। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি সরকার বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘যমুনা সেতু’ নাম ঘোষণা করেছিল।
নতুন নামকরণ স্থানীয়দের জন্য এক নতুন পরিচিতি আনবে এবং সেতুর স্থানীয় অঞ্চলের সঙ্গে একীভূত একটি পরিচিতি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।