সকল খবর দেশের খবর

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৫

জেলার উন্নয়ন ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। পাশাপাশি গ্রাম পুলিশের চাকরি ২০তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের ডিসিরা।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে বগুড়াকে সিটি করপোরেশন করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে।

বগুড়াকে সিটি করপোরেশন করার যৌক্তিকতা

বগুড়ার ডিসি জানিয়েছেন, শহরটি সিটি করপোরেশন হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। পৌর এলাকায় সাড়ে চার লাখ বাসিন্দা রয়েছে, যা ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি। এছাড়া, আয়তন, জনসংখ্যার ঘনত্ব, অবকাঠামো ও শিল্প-ব্যবসায়িক গুরুত্বের দিক থেকেও বগুড়া সিটি করপোরেশন হওয়ার উপযুক্ত।

স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক কারণে এতদিন বিষয়টি উপেক্ষিত থাকলেও বর্তমান প্রশাসন এটি বাস্তবায়নের বিষয়ে আগ্রহী। অনুমোদন পেলে বগুড়া হবে দেশের ১৩তম সিটি করপোরেশন।

গ্রাম পুলিশের বেতন বৃদ্ধির দাবি

মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের ডিসিরা জানিয়েছেন, গ্রাম পুলিশদের বর্তমান বেতন ৬,৫০০ টাকা, যা বর্তমান বাজারমূল্যের তুলনায় অপ্রতুল। তাদের দাবি, গ্রাম পুলিশের চাকরি ২০তম গ্রেডে উন্নীত করা হলে তারা ন্যূনতম জীবিকা নির্বাহ করতে পারবে। স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে।

ডিসি সম্মেলন ও প্রস্তাবনা

এবারের ডিসি সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগ এক হাজার ২৪৫টি প্রস্তাব পায়, যার মধ্যে প্রায় সাড়ে ৩০০টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সম্মেলনটি শাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, ডিসিরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময়ের জন্য প্রতিবছর ডিসি সম্মেলন আয়োজন করা হয়। এবারের সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম সম্মেলন।