ঢাকা | বঙ্গাব্দ
অন্যান্য খবর আইন-আদালত

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 01-01-25 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100005 জন

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় রাজনৈতিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম ওরফে আতিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
গ্রেপ্তার আতিক ওই এলাকার কামরুল ইসলামের ছেলে। তিনি সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলার আসামি আতিকুল ইসলাম ওরফে আতিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।