বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পূর্ববর্তী নামের বদলে নতুন নামের ব্যানার টানানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই নামের ব্যানার দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ (বিএমইউ)।
এর আগে, ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বিএসএমএমইউ’র সি ব্লক ভবনের সাইনবোর্ড খুলে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থান থেকেও খুলে ফেলা হয় বঙ্গবন্ধুর নাম সংবলিত সাইনবোর্ড।
নাম পরিবর্তনের পেছনে শিক্ষার্থীদের ভূমিকা
জানা গেছে, নাম পরিবর্তন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএসএমএমইউতে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নতুন নামের ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে অফিসিয়াল সিদ্ধান্ত আসতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, "নাম পরিবর্তন নিয়ে কিছু প্রস্তাবনা রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সাথে আমাদের দ্বিমত নেই, তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে খুব শিগগিরই নতুন প্রজ্ঞাপন আসবে।"
এদিকে, এই নাম পরিবর্তন বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ এই পরিবর্তনকে সময়োপযোগী বলে মনে করছেন, আবার অনেকে বঙ্গবন্ধুর নাম অক্ষুণ্ণ রাখার পক্ষে সওয়াল করছেন।
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্তই আসুক, তা ভবিষ্যতে দেশের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।