সকল খবর দেশের খবর

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে প্রধান উপদেষ্টা !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৫৩

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে অংশগ্রহণ করতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

গত বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন।  

ইতোমধ্যে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বিমসটেকের ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা স্বাক্ষর করেন।  

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য রাখবেন। এছাড়াও, আজ শুক্রবার তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।  

এই সফরে তিনি ভারতসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে ожиিত হচ্ছে।  

বিমসটেকের এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে এই ফোরামে অংশগ্রহণ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দেশের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।