অনিন্দ্যবাংলা : দেশে প্রথমবারের মতো উদ্যাপন করা হবে ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্থলচলন্ত এই প্রাণীকে সংরক্ষণ ও অস্তিত্ব রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনগণ যদি হয় সচেতন, মেছোবিড়াল হবে সংরক্ষণ’। সম্প্রতি দিবসটি ঘিরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সই করা একটি বিজ্ঞপ্তিতে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ‘বিশ্ব মেছোবিড়াল দিবস ২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে বন অধিদপ্তর শিক্ষার্থীদের জন্য পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতাটি ২টি গ্রুপে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ‘ক’ গ্রুপে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এই গ্রুপের পোস্টার ডিজাইনের বিষয় হচ্ছে — ‘প্রকৃতিতে মেছো বিড়ালের গুরুত্ব’।
ছবি : উইকিপিডিয়া