অনিন্দ্যবাংলা ডেস্ক: বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সংস্থার পর্যবেক্ষণ থেকে জানা যায়, ঢাকার বায়ুর মানের স্কোর বর্তমানে ২৫১। এটি "খুবই অস্বাস্থ্যকর" পর্যায়ে পড়ছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার দূষণ স্কোর ২৪৮, অর্থাৎ সেখানে বায়ু খুবই অস্বাস্থ্যকর। ভারতীয় রাজধানী দিল্লি ২১৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে, যেখানে বাতাসও "খুবই অস্বাস্থ্যকর"।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মানের স্কোর যদি ৫০ বা তার নিচে থাকে, তা হলে সেটি ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে সেটি সহনীয় বা মাঝারি ধরা হয়। তবে ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটি "খুবই অস্বাস্থ্যকর" এবং স্কোর ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত হয়।
ঢাকায় বর্তমানে বায়ুতে ক্ষতিকর দূষণ উপাদান থাকার কারণে শহরের বাসিন্দাদের বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।