সকল খবর দেশের খবর

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন পরিচয়

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১৬-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯৬

ঢাকার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামটি প্রথমে ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে, আওয়ামী লীগ সরকারের আমলে এটি ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ নামকরণ করা হয়। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একসময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হতো। তবে বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের কারণ বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, দেশের ক্রীড়া মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ এ পরিবর্তনকে স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

জাতীয় স্টেডিয়ামের নতুন পরিচয়ে দেশের ক্রীড়াঙ্গনের গতি-প্রকৃতি কীভাবে পরিবর্তিত হবে, তা সময়ই বলে দেবে।